রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে বাসের ধাক্কায় আব্দুল আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আকিব আলী জানান, নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলা সদরে। বর্তমানে শান্তিনগরের ২৮ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
তিনি বলেন, আমার বাবা গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে রাস্তা পারাপারে সময় একটি বাসের ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএইচ/এএস
