যেভাবে শনাক্ত হলেন হেনস্তাকারী কনস্টেবল নাজমুল

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষককে হেনস্তার ঘটনায় পুলিশের প্রটেকশন ডিভিশনের কনস্টেবল নাজমুল তারেককে চিহ্নিত করেছে পুলিশ।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, শনিবার (২ এপ্রিল) সকালে এ ঘটনার পর রাস্তার বিপরীত পাশে কর্তব্যরত ট্রাফিক পুলিশের দেওয়া তথ্যের সূত্র এবং আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে নাজমুল তারেককে শনাক্ত করা হয়।
ডিসি বিপ্লব বলেন, ঘটনাটি নিয়ে সারাদেশে অনেক আলোচনা হয়। বিষয়টি নিয়ে ডিএমপি কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী এটি নিয়ে যথাযথ তদন্ত করতে নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা তাকে শনাক্ত করতে কাজ শুরু করি।
বিপ্লব বলেন, বিষয়টি নিয়ে আমাদের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা একযোগে কাজ শুরু করেন। গত দুদিনের প্রচেষ্টায় আমরা আজ প্রটেকশন বিভাগের কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত পরে জানানো যাবে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেকটি সূত্র নিশ্চিত করে বলেন, সিসিটিভির ফুটেজ ও কর্তব্যরত পুলিশের সহযোগিতায় নাজমুল তারেকের ব্যাচ নম্বর বের করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা।
প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা পুলিশের পোশাক পরা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট থানা ও তেজগাঁও বিভাগ পুলিশ।
কেএম/এসএন
