বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু: চালক-সহকারীর বিরুদ্ধে মামলা

ফাইল ফটো
কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীম নিহতের ঘটনায় চালক সাইফুর রহমান ও তার সহকারী মশিউরের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করেন মীমের বাবা নূর মোহাম্মদ মামুন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বলেন, কাভার্ডভ্যানের চালক সাইফুর ও তার সহকারী মশিউরকে শুক্রবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ।
ওসি বলেন, এ সময় জব্দ করা হয় ভ্যানটি এবং এ বিষয়ে আজ রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর খিলক্ষেতে উড়ালসড়কে গতকাল শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ছুটির দিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। খিলক্ষেত উড়ালসড়ক দিয়ে ৩০০ ফুট যাওয়ার পথের ঢালে তিনি দুর্ঘটনার শিকার হন।
কেএম/আরএ/
