বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত: ঘাতক কাভার্ড ভ্যানচালকসহ আটক ২

রাজধানীর খিলক্ষেত উড়ালসড়কে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানচালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক চালকের নাম মো. সাইদুল। তবে চালকের সহকারীর নাম জানায়নি পুলিশ।
শুক্রবার (১ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।
প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯–এ ফোন পেয়ে রাজধানীর খিলক্ষেত উড়ালসড়ক থেকে মাইশা মমতাজ নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধারের পর জানা যায়, মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
কেএম/এসআইএইচ
