যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মো. সোহাগ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগের বাবা জহিরুল ইসলাম ও মা শাপলা বেগম জানান, তারা দুজন মাটি কাটার কাজ করেন। গতকাল বৃহস্পতিবার মাটি কাটার কাজে বাসার বাইরে গিয়েছিলেন। ছেলেমেয়ে সবাই বাসায় ছিল। শুক্রবার সকালে বাসায় এসে শুনতে পান ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে ছেলেকে মৃত দেখতে পান।
তারা জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোহাগ স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসএন
