সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম (২৪) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা জানান, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্কুটার চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা জানান, মিমের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটারটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। তদন্তকারী কর্মকর্তা ভিডিও ফুটেজ দেখছেন শনাক্ত করতে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
কেএম/এসএন
