মেয়র আতিকের প্রশ্ন
রাস্তার উপর সেতু ও বিআরটিএ ভবন হয় কীভাবে?

রাস্তার উপরে একটি সেতু ভবন ও বিআরটিএর ভবন নিয়ে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রশ্ন রেখে বলেছেন, এটা কীভাবে সম্ভব?
এ দুটি ভবনের কারণেই বনানীর চেয়ারম্যান বাড়ি থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত পুরোটাই এখন যানজটে আটকে থাকে। নিজেরাই এ সমস্যা তৈরি করেছি। আমরা আর কত ভুল করব?
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে পুনরুদ্ধারকৃত লাউতলা খালের শুভ উদ্বোধন ও খাল দূষণ রোধে জনসাধারণের অংশগ্রহণমূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
যানজট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বনানীর সামনে এসে বিশাল যানজটের মধ্যে আটকে থাকতে হয়। আমরা রাস্তার উপরে সেতু ভবন ও বিআরটিএ ভবন করে ফেলেছি।
লাউতলা খাল রক্ষা করা প্রসঙ্গে অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, খাল রক্ষায় সিসিটিভি বসানো হবে। খাল দিয়ে চলাচলের জন্য প্রথামিকভাবে ২০টি ইঞ্জিনচালিত নৌকার লাইসেন্স দেওয়া হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরইউ/এমএমএ/
