রাজধানীতে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীর রাজউক ভবনের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ আহমেদ (২৬) নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্হায় সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সোহাগ মুরগি ব্যবসা করতেন। ভোরে মুরগি নিয়ে অটোভ্যানে করে রাজউক ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন চালক আব্দুর রহিম। সোহাগ ওপরে বসা ছিলেন। পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে চালক আব্দুর রহিম তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। গাড়িটিও জব্দ করা যায়নি। পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।
ভ্যান চালকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া বলেন, কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে খিলগাঁও যাচ্ছিলেন সোহাগ। পথে ট্রাকের ধাক্কায় মারা যান। তবে দুর্ঘটনায় ভ্যানচালক আব্দুর রহিম আহত হননি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গোলাম মোস্তফা ছেলে। খিলগাঁও তিলপাপাড়ায় থাকতেন তিনি।
এসএন
