হারানোর ১৫ ঘণ্টা পর হাফিজ মোল্লা উদ্ধার

হারানোর ১৫ ঘণ্টার মধ্যে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান হাফিজ (হাফিজ মোল্লা)।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে তাকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ। রাত ৯টার দিকে হাফিজ মোল্লাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
হাফিজ মোল্লার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নে। তিনি ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।
এর আগে হাফিজুর রহমান রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে ভোরে নামাজের উদ্দেশ্যে বের হন। পরবর্তীতে তিনি আর হোটেল চিনে ফিরে যেতে পারেননি।
মতিঝিল থানার এসআই সন্তোষ বলেন, দুপুরের দিকে বেনজীর আহমেদ রুহুল নামে এক ব্যক্তি থানায় এসে জানান তার বাবা মতিঝিলের একটি হোটেল থেকে হারিয়ে গেছে। পরে ওই হোটেলে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা হয় এবং তিনি কোথায় গেছেন কীভাবে গেছেন সব বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। এরপর মতিঝিল থানার এক বার্তায় সবাইকে এ বিষয় জানানো হয়। পরে তাকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় তিন রাস্তার মোড় থেকে উদ্ধার করা হয়েছে।
কেএম/এসএন
