সড়কে শিক্ষার্থীদের আন্দোলন, গুলশানে তীব্র জানযট

রাজধানীর গুলশান-১ গোলচত্বর এলাকায় পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। যার কারণে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৮ মার্চ) ৩ টার পর তারা গুলশান গোলচত্বরে এ আন্দোলন শুরু করে। ট্রাফিক পুলিশ বলছে, ছাত্রদের আন্দোলনের কারণে গুলশান গোলচত্বরে যানজট তৈরি হয়েছে।
গুলশান গোলচত্বরে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজাউল করিমের বলেন, একদিকে হরতাল ছিল অন্যদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এ কারণে গুলশান গোলচত্বরে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।
যানজটের কবলে পড়া রহিম পাশা নামের এক ভুক্তভোগী জানান, মতিঝিল থেকে গুলশান এসেছি। একদিকে হরতালের কবলে পড়ে যানজটের শিকার হয়েছি আর এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে পড়ে যানজটের শিকার হচ্ছি।
উবার প্রাইভেট চালক মোল্লা জাকির বলেন, সারাদিন কোন আইডি উদ্ধার করতে পারিনি। ভেবেছিলাম আয হরতালের দিন কিছু রোজগার করব কিন্তু হলো না। শাহবাগে হরতাল সমর্থক আন্দোলনকারীদের কবলে পড়ে সময় নষ্ট হয়েছে আর এখন গুলশানে শিক্ষার্থীদের আন্দোলনের কবলে পড়ে সময় নষ্ট হচ্ছে।
বৈশাখী বাসচালক জুলফিকার আলী বলেন, সারাদিনে যানজট আর যানজট। এত যানজট ভালো লাগেনা।
স্কুটি আরোহী আকলিমা বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আর আমাদের যানজটে পড়ে কষ্ট করতে হচ্ছে।
জানতে চাইলে অপর ট্রাফিক সার্জেন্ট মূসা বলেন, এই কিছুক্ষণ হলো তারা আন্দোলনে নেমেছে। আমরা সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা করছি। দেখি কি হয়।
জানতে চাইলে গুলশান থানার সাব-ইন্সপেক্টর বায়েযিদ বলেন, শিক্ষার্থীরা কেন সড়ক অবরোধ করছে তাদের কাছে জানার চেষ্টা করছি। এই কিছু সময় হলো তারা আন্দোলন করছে।
কেএম/এএস
