বাম জোটের হরতাল চলছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতাল চলছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।
হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে সকাল ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা-কর্মীরা। তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পায়ে হেঁটে ও রিকশায় রওনা দেন অফিসগামী মানুষ।
এদিকে, নিরাপত্তার জন্য রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, শান্তিপূর্ণ হরতাল চলছে। কোনো উস্কানি না দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কেএম/এসএন
