রাজউকে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে।
শনিবার (২৬ মার্চ) রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে--সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, রাজউকের প্রধান ফটকে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, নবনির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর আলোচনা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদুল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান (সচিব) এ বি এম আমিন উল্লাহ নূরী, গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজউকের সদস্যপর্ষদসহ সকলস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/
