সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগ নেতা টিপুর জানাজা সম্পন্ন

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম টিপুর নামাজে জানাজায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ তাপস, ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ও এলাকার সর্বস্তরের মানুষ।
কেএম/আরএ/
