আওয়ামী লীগ নেতা টিপু হত্যা
খুনীদের শনাক্তে তথ্য পেয়েছে র্যাব

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র্যাব। ইতিমধ্যে ঘটনার বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত রাতের ঘটনায় হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, গতরাতের গুলিতে নিহতের ঘটনায় আমরা বেশ কিছু পায়ের ছাপ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি।
তিনি বলেন, র্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।
কেএম/টিটি
