গণপরিবহনে নারী-শিশু হয়রানি বন্ধে ডেমরা ট্রাফিকের উদ্যোগ

গণপরিবহনে নারী ও শিশু যাত্রীদের হয়রানি বন্ধে ট্রাফিক-ডেমরা জোন সচেতনতামূলক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লার উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, গণপরিবহনে যাতায়াতকালে নারী ও শিশু যাত্রীরা যাতে কারও কাছেই হয়রানির শিকার না হয় সেজন্য ট্রাফিক-ডেমরা জোন এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল, রায়েরবাগ ও শনির আখড়া পয়েন্টে যাত্রীদের সঙ্গে কথোপকথন ও তাদের সমস্যা জানার চেষ্টা করা হয়।
তিনি বলেন, এ বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি বাসে বিশেষ করে নারী যাত্রীদের সঙ্গে কথা বলা হয়। জানতে চাওয়া হয় তাদের কোনো সমস্যা আছে কিনা। এগুলো বিশেষভাবে মনিটরিং করা হয়।
কেএম/আরএ/
