ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ১৪ সহায়তা কেন্দ্র ছাত্রদলের
ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ১৪ সহায়তা কেন্দ্র ছাত্রদলের। ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ ২০২৪—২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় ক্যাম্পাসে ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তারা ব্যস্ত সময় কাটিয়েছেন।
শনিবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো
প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান হয়।
১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্রগুলো হলো;
১. স্যার এ এফ রহমান হল সংলগ্ন,
২. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) ও মলচত্তর সংলগ্ন.
৩. ব্যবসায় শিক্ষা অনুষদ (এফ বি এস) সংলগ্ন,
৪. কলাভবনের মেইন গেট সংলগ্ন,
৫. কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন,
৬. হাকিম চত্বর,
৭. মোতাহার হোসেন ভবন সংলগ্ন,
৮. মোকাররম ভবন সংলগ্ন,
৯. উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন,
১০. কার্জন হল সংলগ্ন,
১১. টি এস সি সংলগ্ন,
১২. চারুকলা সংলগ্ন,
১৩. সমাজকল্যাণ ইন্সটিটিউট সংলগ্ন
১৪. লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন
এসব ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম থেকে শেষ হওয়া পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা, ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, প্রাথমিক চিকিৎসা সেবা সহ সংশ্লিষ্ট অন্যান্য নানা রকমের জরুরি সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ফ্যাসিবাদমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে শুভকামনা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সর্বাবস্থায় সর্বোচ্চ সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।