সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ হল থেকে আগুনে পোড়া কোরআন উদ্ধার, বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ হল থেকে আগুনে পোড়া কোরআন উদ্ধার।ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাধিক হলে থেকে আগুনে পোড়া পবিত্র কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) ভোর থেকে দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীরা অর্ধপোড়ানো কোরআন উদ্ধার করেন।

একই সঙ্গে শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্ম ফুলের ছবিও আঁকা দেখা যায়। সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হল থেকে এসব কোরআন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন। এর মধ্যে ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গঠনের আগে উপাচার্য শৃঙ্খলা উপকমিটির সঙ্গে এক জরুরি সভায় ঘটনা সম্পর্কে আলোচনা করেন।

তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

হল প্রশাসন ও আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, আজ ফজরের নামাজের সময় পবিত্র কোরআন শরিফ পড়তে গেলে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা দেখতে পান গ্রন্থটির প্রথম দিকের কিছু অংশ পোড়ানো। পরে সকাল ১০টার দিকে সৈয়দ আমীর আলী হলের মুক্তমঞ্চে অর্ধপোড়ানো অবস্থায় পবিত্র কোরআন শরিফ দেখতে পান এক শিক্ষার্থী। পরে বিষয়টি জানাজানি হলে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান শিক্ষার্থীরা।

এ ছাড়া বেলা ১১টার দিকে শহীদ হবিবুর রহমান হলের মসজিদে খোঁজ নিয়ে পবিত্র কোরআনের কয়েকটি পাতা পোড়ানো দেখতে পায় হল প্রশাসন। অন্যদিকে দুপুর ১২টার দিকে মতিহার হলের ছাদে অর্ধপোড়ানো এবং ছিন্নভিন্ন অবস্থায় গ্রন্থটি উদ্ধার করে শিক্ষার্থীরা।

আমীর আলী হল প্রাধ্যক্ষ অধ্যাপক হারুনর রশীদ বলেন, ‘আজ সকালে হল সুপার আমাকে ফোন করে বলে ছাত্ররা হলে কোরআন পোড়ানো অবস্থায় পেয়েছে। আমি তৎক্ষণাৎ হলে এসে দেখি বিষয়টি সত্য। মূলত ধর্মীয় ইস্যুতে কেউ অশান্তি সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। ঘটনাটি আমরা তদন্ত করব। এ বিষয়ে উপাচার্যের সাথে কথা বলেছি।’

শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ বাইতুল মোকাদ্দেছুর রহমান বলেন, ‘হলগুলোতে এমন ঘটনার খবর পেয়ে আমি আমার হল মসজিদের মুয়াজ্জিনকে খোঁজ নিতে বলি। খোঁজ নিতে গিয়ে তিনি দেখতে পান মসজিদে সংরক্ষিত একটি কোরআন শরিফের কয়েকটি পাতা পোড়ানো। পরে আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই।’

ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বিষয়টি সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত। সম্ভবত একই সময়ে একটি গোষ্ঠী রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে। এখানে তাদের উদ্দেশ্য স্পষ্ট। আমি আমার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি যারা ঘৃণ্য উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের উদ্দেশ্য আমরা সফল হতে দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের বলা হয়েছে স্বল্পতম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ গুলোকে সামনে রেখে পুলিশ, গোয়েন্দাসহ সংশ্লিষ্ট সব সরকারি বাহিনীর সহযোগিতা নিয়ে দোষীদের বের করতে। প্রাতিষ্ঠানিকভাবে দোষীদের যত শক্ত শাস্তি দেওয়া যায় আমরা সেই ব্যবস্থা করব। দোষী যদি বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ হয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।’

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘একধরনের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নতুন পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। তারা ভেবেছিল তাদের পরিকল্পনামাফিক শিক্ষার্থীরা একটা সাম্প্রদায়িক পাল্টা হামলা করবে। যাতে ক্যাম্পাসে একটা অরাজকতা সৃষ্টি হয়। কিন্তু আমাদের শিক্ষার্থীরা তাদের এই ফাঁদে পা দেয়নি। শিক্ষার্থীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংঘবদ্ধতার পরিচয় দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলতে চাই, এ ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে ছাত্রত্ব বাতিলসহ বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাওসার আল হাবিব। এ সময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

Header Ad
Header Ad

দাবানলের তাণ্ডব: ৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আগুন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসে আলাদা ছয়টি দাবানল শুরু হলেও বর্তমানে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্যালিসেইডস দাবানল, যা ইতোমধ্যে ২২ হাজার একর পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্যালিসেইডস দাবানল সান্তা মোনিকা ও মালিবুর মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এটি ব্রেন্টউড ও সান ফার্নান্ডো এলাকাকেও হুমকির মুখে ফেলেছে।

এই দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ৫৭ হাজার অবকাঠামোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এলাকা খালি করতে বলা হয়েছে ১ লাখ ৫৩ হাজার মানুষকে, আর আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও সমস্যা হচ্ছে; যদিও বিদ্যুৎবিহীন গ্রাহকের সংখ্যা কমিয়ে আনতে কিছুটা অগ্রগতি হয়েছে।

এর মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে, যাঁদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের পোশাক পরে লুটপাট করছিলেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন অঙ্গরাজ্য ও দেশ থেকে সহায়তা নিচ্ছে। তবে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে।

Header Ad
Header Ad

এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মূল টার্গেট ছিলেন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ছোট ভাই ও কম্পিউটার ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দিপু। তবে ভুলক্রমে হামলাকারীরা ব্যবসায়ী এহতেশামুল হককে গুরুতর আহত করে। ঘটনার নেপথ্যে মাল্টিপ্লান সেন্টারের ব্যবসায়ী সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও চাঁদাবাজি অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার রাতে মাল্টিপ্লান সেন্টারের সামনে এহতেশামুল হককে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। একই সময় দিপুও আঘাতপ্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে ঘটে। সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্র থাকায় আশপাশের কেউ ভয়ে এগিয়ে আসতে সাহস করেনি। হামলাকারীরা এহতেশামুলকে আহত করে সায়েন্সল্যাবের দিকে পালিয়ে যায়।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, এই হামলার মূল কারণ মাল্টিপ্লান ও আশপাশের ব্যবসায়ী সমিতিতে চাঁদাবাজি বন্ধ হওয়া। শীর্ষ সন্ত্রাসী ইমন, যিনি আগে এই কমিটির নেতৃত্বে ছিলেন, নতুন নেতৃত্বের কারণে তার আয় বন্ধ হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তিনি দিপুকে হুমকি দেন এবং এই হামলার পরিকল্পনা করেন। গত ৫ আগস্ট দিপু নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইমনের ক্ষোভ বাড়তে থাকে।

এ ঘটনায় নিউমার্কেট থানায় হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইমনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা বলছেন, গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। মাল্টিপ্লানের ব্যবসায়ীরা শনিবার মানববন্ধন করে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, সবদিক বিবেচনা করে তদন্ত চলছে, এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Header Ad
Header Ad

এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তর হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে সাত দফা নির্দেশনা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

নির্দেশনাগুলো হলো:

১. মাস্ক ব্যবহার করা: শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে।
২. হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা: বাহু বা টিস্যু দিয়ে।
৩. ব্যবহৃত টিস্যু যথাযথভাবে ফেলা: ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলে, সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
৪. আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা: অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা।
৫. ঘন ঘন হাত ধোয়া: সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা।
৭. উপসর্গ থাকলে বাড়িতে থাকা: জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে বাড়িতে বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএমপিভি ফ্লুয়ের মতো উপসর্গ তৈরি করে, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায়। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

বিশ্বব্যাপী এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। চীনসহ অন্যান্য দেশে এর প্রকোপের প্রেক্ষিতে বাংলাদেশেও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ গোষ্ঠী:

- ১৪ বছরের কম বয়সী শিশু।
- ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি।
- হাঁপানি বা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত।
- অন্তঃসত্ত্বা নারী।
- দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিমানবন্দর ও বন্দর স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এইচএমপিভি প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনাগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দাবানলের তাণ্ডব: ৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট
এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম: তদন্তে চাঞ্চল্যকর তথ্য
এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের চার-পাঁচটা ড্রোনই যথেষ্ট: শুভেন্দু
বিপিএলে একই ম্যাচে লিটন ও তামিমের জোড়া সেঞ্চুরির দুর্দান্ত প্রদর্শনী
বৈজ্ঞানিক প্রকাশনায় দেশে শীর্ষে ঢাবি, দ্বিতীয় ড্যাফোডিল, তৃতীয় বুয়েট
উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসিতে সিলেটের টানা দ্বিতীয় জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ হল থেকে আগুনে পোড়া কোরআন উদ্ধার, বিক্ষোভ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন
‘অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি’
রাবিতে কোরআন পুড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা প্রকাশ
রাজউকের প্লট জালিয়াতি, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁয় নগদ ৪ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট, অভিযোগের তীর প্রতিবেশির দিকে
বিরামপুরে অগ্নিকাণ্ড ৩টি দোকান পুড়ে ছাই
ইংল্যান্ডে দুপুরের খাবারসহ বিনা টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন
প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়
‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!
কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের