সাত সাবেক মেধাবী সাংবাদিককে সম্মান জানালো স্টামফোর্ড
দেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘স্টামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদেশ’র প্রদায়ক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ছাত্র, ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন আছে। নাম ‘স্টামফোর্ড ইউর্ভিাসিটি জার্নালিস্ট ফোরাম (এসইউজেএফ)। বাংলায় তারা বলেন, ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’। অত্যন্ত কার্যকর এই নবীন সাংবাদিকদের সংগঠনকে নানাভাবে বিশ্ববিদ্যালয় সহযোগিতা প্রদান করে।
কয়েকজন ভালো মানের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এই ফোরামের দায়িত্ব পালন করেছেন। সাইফুল মাসুম ও সানমুন আহমেদের নাম উল্লেখযোগ্য। এছাড়াও এই ফোরামের কর্মী হাসান ওয়ালি, এস কে শাওন তাদের নিবার্হি কমিটিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
বিভিন্ন কার্যক্রম ফোরামটি পালন করে নাম কুড়িয়েছে। সেগুলোর অন্যতম হলো-বরেণ্য ও তরুণ প্রজন্মের নামকরা সংবাদকর্মীদের আমন্ত্রণ জানিয়ে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় স্মৃতিচারণ ও সাংবাদিকতার পাঠ নেওয়া। এই আয়োজনগুলোতে স্পাইস টিভির প্রধান, সময় টেলিভিশনের সাবেক হেড অব নিউজ তুষার আবদুল্লাহ, সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখের কাছ থেকে সাংবাদিকতার পাঠ ও তাদের মূল্যবান স্মৃতি থেকে শেখার বিরল সুযোগ ঘটেছে।
স্টামফোর্ড ইউনির্ভাসিটি জার্নালিস্ট ফোরাম (এসইউজেএফ) এবার দ্বিতীয়বারের মতো প্রদান করলো ‘এসইউজেএফ জার্নালিষ্ট অ্যাওয়াড’। সম্মাননা পদকটি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তারা প্রদান করেছেন ঢাকার সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে।
৫ ফেব্রুয়ারি, শনিবার, সকাল ১১টায় অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানের পর তরুণ সাংবাদিক ও স্টামফোর্ড ইউনির্ভাসিটির সাবেক ছাত্র; মেধাবী এই গণমাধ্যমকমীদের পুরস্কার, স্বীকৃতি ও সম্মানটি দেওয়া হয়েছে।
“এবার-২০২১ সালের ‘এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছেন টিভি ‘চ্যানেল ২৪’র সিনিয়র রিপোর্টার মোর্শেদ হাসিব হাসান, বিবিসি বাংলার ব্রডকাস্ট জার্নালিস্ট সানজানা চৌধুরী, যমুনার টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিব রহমান ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট ওমর ফারুক। প্রথমবার ২০২০ সালে পদকগুলো ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার আল-মাসুম মোল্লা, নিউ এজের সিনিয়র রিপোর্টার আহমেদ ফয়েজ ও সমকালের নিজস্ব প্রতিবেদক জাহিদুর রহমানকে প্রদান করা হয়েছে”-বলেছেন স্টামফোর্ড ইউনিভাসিটি জানালিস্ট ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এখন প্রেসিডেন্ট হাসান ওয়ালি। তিনি নিজেও বাংলাভিশন ডিজিটাল, খোলা কাগজে প্রতিবেদক ছিলেন। এখন একটি নতুন টিভি চ্যানেলের রিপোটার। হাসান ওয়ালি জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের আক্রমণে ও নানা সীমাবদ্ধতার কারণে আমরা পুরস্কারগুলো অতিথিদের মাধ্যমে বিজয়ীদের হাতে প্রথমবার তুলে দিতে পারিনি।’ এই অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির সভাপতি।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করা ছাত্র, ছাত্রী ও তাদের সমিতির সদস্যদের উদ্যোগে করা দুইবারের পুরস্কার একত্রে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবি (প্রেস ইনস্টিটিটিউট বাংলাদেশ)’র মহাপরিচালক ও নামকরা সাংবাদিক জাফর ওয়াজেদ; বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. ইউনুছ মিয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রুমানা হক রিতা ও রেজিষ্টার আব্দুল মতিন। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন তাদের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। অতিথিদের মধ্যে ছিলেন সাম্প্রতিক দেশকালের অনলাইন ও দৈনিক সংস্করণের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ ও ঢাকা রিপোটাস ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু। তারা সবাই বক্তব্য প্রদান করেছেন।
এসইউজেএফের সাধারণ সম্পাদক আকরাম হোসেন জানিয়েছেন, ‘আমাদের এই বর্ণাঢ্য আয়োজনে সহযোগিতা প্রদান করেছে অনলাইন বই বিক্রির প্ল্যাটফম রকমারি.কম, ফড়িং মিডিয়া একাডেমি, সাম্প্রতিক দেশকাল, ইনফোপাওয়ার ও স্টারনোট ইংলিশ স্কুল।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাসান ওয়ালী, উপস্থাপনা করেছেন আকরাম হোসেন।
এসইউজেএফ কনভেনর মোশাররফ হোসেন, কো-কনভেনর তপন মাহমুদ লিমন ছাড়াও তাদের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, এসইউজেএফ’র সাবেক সভাপতি সাইফুল মাছুম ও সাধারণ সম্পাদক সানমুন আহমেদ উপস্থিত ছিলেন এবং সার্বিকভাবে কাজ করেছেন।
সমিতির বতমান সহ-সভাপতি এস কে শাওন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা তাদের সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন।
ওএস।