জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে আমরণ অনশন বসেছে শিক্ষার্থীরা। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তারা এই অনশন কর্মসূচী শুরু করেন।
অনশনে বসা শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘প্রশাসনকে অনেক সময় দিয়েছি, আর নয়।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের আগ পর্যন্ত আমাদের অনশন চলবে।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল বলেন,‘আমরা যে তিন দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছি, তা আদায়ের লক্ষ্যে জবিয়ানরা জবির ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনও করেছে। জবি প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে আল্টিমেটাম দিয়ে রাখলেও প্রশাসন দৃশ্যমান কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের প্রশাসন আমাদেরই আস্থা হারিয়েছে। প্রশাসনের সঙ্গে আর লিয়াজোঁ নয়। আন্দোলন সংগ্রাম করেই আমাদের অধিকার আদায় করে নিব ইনশা আল্লাহ।’
অনশন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম ভিসি বলেন, ‘গণঅনশনে বসা শিক্ষার্থীদের তিন দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। আমরা তাদেরকে বোঝাবো এবং তাদের দাবি গুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করব। আশা করি শিক্ষার্থী এবং প্রশাসন মিলে বর্তমান দ্বিতীয় ক্যাম্পাস এবং অস্থায়ী আবাসন সংকট সমাধান দ্রুততার সাথে করতে পারব।’
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)