ইডেন কলেজে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম উপাধাক্ষ্য অধ্যাপক ড.মমতাজ সাহানারা এবং শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলকে জানানো যাচ্ছে যে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইডেন মহিলা কলেজ ,ঢাকাকে সম্পূর্ণরুপে রাজনীতিমুক্ত ঘোষণা করা হল।
এর আগে, গত ১২ আগষ্ট শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ সকল শিক্ষকদের ঐক্যমতের ভিত্তিতে ক্যাম্পাসে রাজনীতি আজীবন নিষিদ্ধের ঘোষণা দেন।