টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ক্যাম্পাস দখল করল শিক্ষার্থীরা
ছবি : ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক (গেইটের) তালা ভেঙে ক্যাম্পাসের দখল নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী প্রধান ফটকের সামনে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানালে প্রক্টর এসে শিক্ষার্থীদের জানান- রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়ে।
এরপর তারা উপাচার্যের (ভিসি) বাসভবনে গিয়ে একই দাবিতে তাকে স্মারকলিপি প্রদান করে। এসময় তারা আগামীকাল রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন জানান, তিনি চাইলেই তো আর হল খুলে দিতে পারেন না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। এদিন সন্ধ্যা ছয়টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করছিল।