কিউএস র্যাঙ্কিংয়ে সেরা ১০০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি-ড্যাফোডিল
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা এক হাজার ৩৯৭টি টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় সেরা এক হাজারের মধ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থান পেয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ শীর্ষক টেকসই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে কিউএস।
র্যাঙ্কিংয়ে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, টেকসই সূচকে এক হাজার ৩৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় আছে ছয়টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৩৭তম।আর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আছে ৯০১ থেকে ৯২০-এর মধ্যে।
১,১৫১-১২০০-এর মধ্যে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এক হাজার ২০০-এর পরের সারিতে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
র্যাংকিং অনুযায়ী, সারা বিশ্বে সেরা হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো।
সেরা তিনে পরের দুটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। অঞ্চলভেদে এশিয়ার সেরা হয়েছে টোকিও বিশ্ববিদ্যালয়। এর পরে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। র্যাংকিংয়ে এশিয়া অঞ্চলের ৪৭৩টি বিশ্ববিদ্যালয় আছে।
সেরা বিশ্ববিদ্যালয়গুলো বাছাইয়ের ক্ষেত্রে কিউএস বলছে, পরিবেশগত, সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একটি প্রতিষ্ঠানের সক্ষমতা পরিমাপের সূচকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং করা হয়েছে।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ তালিকার বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো ক্রমানুসারে— ইউনিভার্সিটি অব টরন্টো; ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসিবি); ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া; ইউনিভার্সিটি অব অকল্যান্ড; ইম্পেরিয়াল কলেজ লন্ডন; ইউনিভার্সিটি অব সিডনি; লুন্ড ইউনিভার্সিটি; ইউনিভার্সিটি অব মেলবোর্ন; ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।