ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে ককটেল উদ্ধার
ঢাবির একাডেমিক ভবন থেকে ককটেল উদ্ধার, ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে এগুলো উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম। তবে কে বা কারা এগুলো রেখেছে তা জানা যায়নি।
জানা গেছে, কলাভবনের নিচতলার ১১০৬ নং ওয়াশরুম থেকে ককটেলগুলো উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে কলাভবনের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান জানান, ‘কে বা কারা রেখেছে এটা জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নজরে রাখছি।’
সার্বিক বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবগত করা হলে পুলিশের সিটিটিসি টিম গিয়ে ককটেল দুটো উদ্ধার করেছে।’