অস্বাভাবিক পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেবে শাবিপ্রবি
ছবি : সংগৃহীত
দেশের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের চলমান ক্লাস প্রয়োজনে অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরতাল, ধর্মঘট ও অবরোধসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাহিরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে পরিবহন বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এ বিষয় বিবেচনা করে প্রয়োজনে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সমূহ অফলাইনে নেওয়া হবে।
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ২৯ অক্টোবর সিলেটে গণপরিবহন চলাচল অনেকটা বন্ধ ছিল। ফলে চলেনি শাবিপ্রবির বাসগুলোও। এতে শহরে থাকা শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে পারেননি।