রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অস্বাভাবিক পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেবে শাবিপ্রবি

ছবি : সংগৃহীত

দেশের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের চলমান ক্লাস প্রয়োজনে অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হরতাল, ধর্মঘট ও অবরোধসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাহিরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে পরিবহন বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এ বিষয় বিবেচনা করে প্রয়োজনে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সমূহ অফলাইনে নেওয়া হবে।

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ২৯ অক্টোবর সিলেটে গণপরিবহন চলাচল অনেকটা বন্ধ ছিল। ফলে চলেনি শাবিপ্রবির বাসগুলোও। এতে শহরে থাকা শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে পারেননি।

Header Ad
Header Ad

‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!

ছবি: সংগৃহীত

তুরস্কে জমজমের পানি বলে ট্যাপের পানি বিক্রি করে এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে আয় করেছেন প্রায় ৩০ কোটি টাকা। ওই ব্যক্তি প্রতিদিন ২০ টন ভুয়া জমজমের পানি বিক্রি করতেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিলাল নামের এক ব্যক্তি পাঁচ মাস ধরে তুরস্কের বাজারে ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগানো থাকায় সাধারণ মানুষ তা জমজমের পানি ভেবে কিনতেন। পুলিশ তদন্তে জানতে পারে, পানি আসলে তুরস্কের আদানার ওয়্যারহাউজ থেকে নেওয়া।

বিলালকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে, তুরস্কে জমজমের নামে বিক্রি হওয়া পানির বেশিরভাগই ট্যাপের পানি। কিছু বিক্রেতা অল্প পরিমাণ আসল জমজমের পানি মিশিয়ে বাজারে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করে। বোতলগুলো বিভিন্ন আকারের এবং আরবি লেখা সম্বলিত। এ ধরনের বোতল তুরস্কের বাজারে সহজেই পাওয়া যাচ্ছে।

কিছু বিক্রেতার দাবি, পানির একটি অংশ জমজম থেকে আনা হলেও তাতে ট্যাপের পানি মেশানো হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে জমজমের পানির প্রকৃত উৎস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জমজমের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে বলে মনে করছেন অনেকেই।

Header Ad
Header Ad

কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আবুল হাসান রতন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জেরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পূর্বে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নয় দফা নির্দেশনাগুলো হলো:

১. মাটি, বালি, ও বর্জ্য পরিবহনের সময় গাড়িতে ঢেকে রাখা।
২. নির্মাণ সামগ্রী ঢেকে রাখা।
৩. সিটি করপোরেশনের মাধ্যমে রাস্তায় পানি ছিটানো।
৪. খোঁড়াখুঁড়ির কাজের টেন্ডার শর্ত প্রতিপালন নিশ্চিত করা।
৫. কালো ধোঁয়া নির্গতকারী গাড়ি জব্দ করা।
৬. মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধ করা।
৭. অবৈধ ইটভাটা বন্ধ করা।
৮. পরিবেশ লাইসেন্সবিহীন টায়ার ফ্যাক্টরি বন্ধ করা।
৯. দোকান ও মার্কেটের বর্জ্য অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

২০১৯ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে একটি রিট পিটিশন দাখিল করে। তখন আদালত ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। তবে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে পুনরায় আবেদন করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ জানিয়েছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঢাকা শহর আবারও বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে।

আদালত ঢাকার বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবাদীদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। নয় দফা নির্দেশনার বাস্তবায়ন সুনিশ্চিত করে আদালতের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ঢাকার বায়ুদূষণ রোধে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!
কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের
অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা
বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
‘আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন’  
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে  
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের মত গাজাকে গড়ার আহ্বান ইলন মাস্কের  
হাসিনা আমাদের জন্য অনেক করেছে, তাঁকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী
নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’
শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী আটক  
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি