তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন ঠিক তখনই শান্তি ও সুখের পরশ নিয়ে এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ মাস হলো বাহারি রঙ বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মাস। এমন মধুমাস জ্যৈষ্ঠ উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি আয়োজন করে ‘মৌসুমি ফল উৎসব’।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে কলেজের বিজ্ঞান ভবনের নিচে স্টলের মাধ্যমে বিভিন্ন ফলের পরিচিতি তুলে ধরে স্টল প্রদর্শনী হয়। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।
এসময় তিনি বলেন, মৌসুমি ফল উৎসবের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা বিলুপ্ত প্রায় সব ফল সম্পর্কে জানতে পারবে এবং ফলের গুণগত উপকারিতা সম্পর্কে জানতে পারবে।
এরপর দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি মো. তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা এসএম কামাল উদ্দিন হায়দার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক নিলুফা ইয়াসমিন, এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক এইচএম ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য মামুনুর রহমান হৃদয়, অন্যতম সদস্য মেহেরুজ্জামান সেফু প্রমুখ।
এসময় প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি বলেন, সাংবাদিকতা এমন এক পেশা যেখানে সব কিছুই মাথায় রাখতে হয়। যেটা আপনার পরবর্তীতে জীবনে আপনাকে সাহায্য করবে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এখন অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে। এখান থেকে জাতীয় পর্যায়ে কাজ করার পদক্ষেপ নেওয়া হবে। যেটা তিতুমীর কলেজকে জাতির কাছে তুলে ধরবে।
অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, বর্তমান অধ্যক্ষ আসার পর তিতুমীর কলেজের ব্যাপক পরিবর্তন এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর পড়ালেখার মানও পরিবর্তন হয়েছে। ফলাফল ভালো হচ্ছে শিক্ষার্থীদের।
এদিকে একই দিন বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও এর গুণাগুণ নিয়ে ফল প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।