শাবিপ্রবির গেইটের রেস্টুরেন্টে খাবার নিয়ে প্রতারণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের মানুষেরা প্রতিনিয়ত খাবার খায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের খাবার রেস্টুরেন্টগুলোতে। কিন্তু এসব রেস্টুরেন্ট একদিকে খাবার নিয়ে মিথ্যা তথ্য দিয়ে যেমন করছে প্রচারণা ঠিক একইভাবে দামের সাথে মানের সামঞ্জস্যতা নিয়েও অভিযোগ উঠেছে।
সোমবার (১লা মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গেইটে শাহজালাল রেস্টুরেন্ট, হাজি কাচ্চিঘর, MR কাচ্চিঘর, বিসমিল্লা রেস্টুরেন্টসহ কয়েকটি দোকানে খাবার বিক্রি করা হয়। এসব রেস্টুরেন্টের খাবারের ম্যানুতে নাম একটা লেখা থাকলেও পরিবেশন করা হচ্ছে আরেকটা। মাংশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এমন প্রতারণা।
ভুক্তভোগী এক শিক্ষার্থী ঢাকাপ্রকাশ-কে বলেন, সোমবার MR কাচ্চিঘরে দুপুরের খাবারের ম্যানুতে লেখা ছিল ‘শাহি মোরগ পোলাও’। কিন্তু পরিবেশন করা হয়েছে ব্রয়লার মুরগি। এ ছাড়াও কোনো প্রকার নোটিস না দিয়েই রাইসের পরিমাণও আগের থেকে কমিয়ে আনা হয়েছে। খাবারের সম্পূর্ণ বিল আদায় করলেও দেওয়া হচ্ছে না খাবারের আনুষাঙ্গিক সালাদ। এটা ভোক্তাদের সঙ্গে এক প্রকার প্রতারণা করা হচ্ছে। কারণ একজন ভোক্তা ম্যানুতে থাকা সব কিছু পাবে এমন আশা নিয়েই খেতে যায়।
এমন প্রতারণার বিষয়ে জানতে চাইলে রেস্টুরেন্টটির ব্যবস্থাপক জানান, এ বিষয়ে বেশি কিছু জানেন না বলেও বলেন তিনি।
ঢাকা প্রকাশের এক অনুসন্ধানে বেড়িয়ে আসে, বিশ্ববিদ্যালয় গেইট ছাড়াও সিলেট নগরীর চারটি স্থানে রয়েছে তাদের কার্যালয়। তার মধ্যে মদিনা মার্কেট, কাজির বাজার ও বন্দর বাজারে ‘আল্লাহর দান বিরিয়ানী হাউস’ এবং ওসমানী মেডিকেল সংলগ্ন স্থানে MR কাচ্চিঘর নামে রয়েছে তাদের অফিস। সব স্থানেও একই পদ্ধতিতে খাবার পরিবেশন চালাচ্ছেন রেস্টুরেন্টটি।
এমন প্রতারণার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ঢাকা প্রকাশকে বলেন, আমাদে কাছে যদি লিখিত অভিযোগ আসে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
এসআইএইচ