ঈদ করা হলো না, না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী
ঈদের ছুটিতে বাসায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী নাম আমিনুল ইসলাম।
আমিনুল বিভাগটির ২০১৭-১৮ সেশনের ও বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তার বাসা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নের জয়নগর গ্রামে।
শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তার গ্রামের বাসায় খাবার শেষে ঘুমাতে গেলে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, আমিনুলের সহপাঠী মাশরিক মোহাম্মদ জাইন।
তিনি বলেন, আমিনুল সুস্থ-স্বাভাবিক ছিল। সেইসঙ্গে শারীরিক কোনো সমস্যাও ছিল না ; ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে।
আমিনুলের আরেক সহপাঠী নূরুল হক সিয়াম বলেন, সদা হাস্যোজ্জ্বল, সদাচারী, সহজ সরল ও দ্বীন দরদী ছিলেন তিনি। কিতাবী ইলমে অত্যন্ত পারদর্শী ও এ বিষয়ে তার বেশ আগ্রহ ছিল। আমাদের বন্ধু ঈদুল ফিতরের এই বরকতময় দিনে আল্লাহর মেহমান হয়েছেন।
তিনি আরও বলেন, ‘সেদিন আমরা ডিপার্ট্মেন্টের হলের বন্ধুরা মিলে হুটহাট ইফতার মাহফিল করেছিলাম। আমিনুল না জানিয়ে বাসায় চলে গিয়েছিল। থাকতে না পারার অনেক আক্ষেপ করেছিল। এখন আর ও কোনো আক্ষেপ করবে না। মনে হচ্ছে, কোনো এক ঘোরের মধ্যে আছি-ঘোর কাটলেই আমিনুলকে আবার ফিরে পাব।’
এদিকে, আমিনুলের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ ম্লান করেছে আমিনুলের মৃত্যুর খবর। ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গ্রুপগুলোতে অনেককে শোক প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে আমিনুলের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেককে তাকে নিয়ে শোক প্রকাশ করতে দেখা গেছে।
এমএমএ/