হলে মারধরের ঘটনায় যবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হলে আটকে রেখে মারধরের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তাদের উপর বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (৩ এপ্রিল) যবিপ্রবি উপাচার্যের নির্দেশক্রমে এই আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী এবং একই বর্ষের শিক্ষার্থী মো. সালমান এম রহমান।
প্রসঙ্গত, রবিবার (২ এপ্রিল) যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর রুমে প্রায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইসমাইল হোসেন নামের (বিভাগ- এনএফটি, শিক্ষাবর্ষ-২০১৮-১৯) ওই শিক্ষার্থীকে আটকে রেখে রড, জিআই পাইপ ও বেল্ট দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত শিক্ষার্থী শোয়েব ও সালমান। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পেয়ে যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা সাংবাদিক সমিতির নেতাদের নিয়ে আক্রান্ত শিক্ষার্থীর শারীরিক খোঁজ-খবর নেয়ার জন্য হাসপাতালে ছুটে যান। বর্তমানে মো. ইসমাইল হোসেনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
এসআইএইচ