ফোন করে ডেকে নিয়ে ঢাবির শিক্ষার্থীকে মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে আহত অবস্থায় সেই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাঠানো হয়।
শনিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম জোবায়ের ইবনে হুমায়ূন। তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে দশ পনের জনের একটি দল মারধর করতে থাকেন। মারধরের এক পর্যায়ে শিক্ষার্থী মারধর থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেন। পরে গুরুতর আহত করে মারধরকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূন গণমাধ্যমে বলেন, একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় এবং আমার অবস্থান জানতে চাওয়া হয়। আমি জিয়া হলের দিকে আছি বলার কিছুক্ষণের মধ্যে তারা আমাকে এসে মারধর করেন।
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে হলের কক্ষে আনা হলে পরে ওই শিক্ষার্থীর মা এসে তাকে নিয়ে যান। কী কারণে ঘটেছে ঘটনাটি আমরা ক্ষতিয়ে দেখছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আমি বিভাগ ও হল সূত্রে কিছু তথ্য পেয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
আরএ/