ববির হলে ১৫ মাসের ফি একত্রে পরিশোধের নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে ১৫ মাসের হল ফি অতিরিক্ত ধার্য করায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। একবারে এতবেশি টাকা পরিশোধ করা সাধ্যের বাইরে বলে অভিযোগ শিক্ষার্থীদের। হলে প্রথমে আবাসিক হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে ১৫ মাসের হল ফি ৬০৯৬ টাকা ২০ মার্চ থেকে ২৮ মার্চের মধ্য পরিশোধ করে হলে উঠতে হবে বলে এক নোটিশে জানানো হয়।
গত ১৯ মার্চ নতুন আবেদনকৃত শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হয়। এরপর বরাদ্দকৃত শিক্ষার্থীদের হল সিট ভাড়া দ্বৈতবাসিক ১৫ মাসের ২২৫০ টাকা, হল সংস্থাপন ফি ১০০০ টাকা, হল জামানত ফি ফেরতযোগ্য এককালীন ১০০০ টাকাসহ অন্যান্য ফি বাবদ মোট ৬০৯৬ টাকা পরিশোধের জন্য বলা হয়।
এর আগে গত ফেব্রুয়ারির ১৫ তারিখে নতুন আসনে বরাদ্দকৃত শিক্ষার্থীদের জন্য ১ বছরের হলফি ধার্য করা হয় ৪৯৩০ টাকা। পাশাপাশি অবস্থিত বঙ্গবন্ধু হলে প্রথমে একজন শিক্ষার্থীকে আবাসিক হওয়ার জন্য ছয় মাসে পরিশোধ করতে হয় ৩৪৯০ টাকা৷ কিন্তু এবার এক সঙ্গে ১৫ মাসের ফি একসাথে ধার্য করায় ক্ষুদ্ধ আসন পাওয়া শিক্ষার্থীরা৷
ইংরেজী বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী তামিম ক্ষোভ প্রকাশ করে জানান, হলে সিট দেওয়া হয় আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের। একজন অস্বচ্ছল শিক্ষার্থীর পক্ষে কীভাবে এতটাকা দেওয়া সম্ভব? হলের আবেদনপত্র দেওয়ার সময় ঘোষণা দিতে পারত যারা ৬ হাজার টাকা দিতে পারবে তারা আবেদন করবে বাকিদের আবেদন করার প্রয়োজন নেই। এক সপ্তাহ আগে ফর্মফিলাপ করেছি ২০০০টাকায় এখন ২৮ তারিখের মাঝে কীভাবে এতটাকা দিব?
নাম প্রকাশ না করার শর্তে নতুন সিট পাওয়া এক শিক্ষার্থী বলেন, শেরে বাংলা হলে উঠতে ৬০৯৬ টাকা দেওয়া লাগছে। বর্তমানে প্রত্যেক ছাত্রদের জন্য এত টাকা জমা দেওয়া খুবই কঠিন হয়ে উঠেছে। কারণ বাইরে থাকতে গেলেও একসঙ্গে এত টাকা দেওয়া লাগতো না।
অতিরিক্ত হল ফি সম্পর্কে জানতে চাইলে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, সাধারণত আমরা এক বছরের টাকা নেয় কিন্তু এখন যেহেতু মার্চ মাস, আর আমরা হিসাব করি জুন মাস থেকে, তাই আগামী জুন (১৫) মাস পর্যন্ত সমতা বজায় রাখার জন্য ও হিসাব রাখার সুবিধার্থে এই ৩ মাসের টাকা একসঙ্গে নেওয়া হচ্ছে। কোনো শিক্ষার্থীর একসাথে হল ফি দিতে সমস্যা হলে শেরে বাংলা হলের প্রভোস্ট অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে বলে তিনি জানান।
এএজেড