ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
শেষ ধাপে রাজধানী ঢাকার ৪ কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কেন্দ্র পরিদর্শন করেন।
উৎসবমুখর আমেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও, বিএনপি-জামায়াত সমর্থিত কোনো প্যানেলের অংশগ্রহণ না করা, জাল ভোটার আটকসহ টিএসসি অংশের নির্বাচনে প্রচারণা চালাতে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠেছিল গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী-সমর্থকদের বিরুদ্ধে। পৃথক দুটো খণ্ড ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে তিন ধাপে ঢাকার বাইরে ৪ মার্চ ২৯টি, ১১ মার্চ ৯টি এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী গণতান্ত্রিক ঐক্য পরিষদসহ মোট ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট ভোটার ছিল ৬০ হাজার ২৫৯ জন। বিএনপিপন্থীরা এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এদিকে ২৫ সদস্যের স্বতন্ত্র প্যানেল তৈরি করেও প্রার্থীদের হয়রানিসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতে ইসলামীপন্থীরা।
এমএমএ/