শাবি এগিয়ে যাচ্ছে তাই ভর্তিতে পছন্দের প্রথম: উপাচার্য
'শাবিপ্রবি শিক্ষায় এগিয়ে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে এ বিশ্ববিদ্যালয়। এতেই প্রমাণ হয়, শাবিপ্রব দেশসেরা'। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শুক্রবার আজ (১৭ মার্চ) দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার, জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনা সভা।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সকাল ৮:৩০ মিনিটে যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটি, ডিনবৃন্দ, বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ও রচনায় সাবলীলতা ও দূরদর্শিতা শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ জাতি বঙ্গবন্ধুর কাছে চির ঋণী।
তাঁর অবদানের ফলেই আমরা স্বাধীন দেশে আমাদের জন্য উন্নতির জন্য কাজ করতে পারছি। তবে আমাদের লক্ষ্য থাকতে হবে যাতে আমরা দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করতে পারি। এজন্য আমাদের একেবারে প্রথম থেকে শিশুদের প্রতি যত্নবান হতে হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
উপাচার্য আরোও বলেন, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। এখনো গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তারা সমান সুযোগ ভোগ করতে পারে না। তাই অর্থনৈতিক মুক্তি এখন অপরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছেন। আমাদেরকেও নিজ নিজ অবস্থানে কাজ করে যেতে হবে। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. কবির হোসেন । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম. অফিসার্স এসোসিশনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ, ছাত্রলীগ নেতা খলিলুর সজিবুর রহমান ও সুমন মিয়া প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আব্দুল গনি।
আলোচনা সভা আগে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে অনুষ্ঠিত শিশু কিশোরদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এএজেড