ঢাবিতে ‘ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়া’ অনুষ্ঠিত
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে উদ্যেগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ইনস্টিটিউটের পরিচালক ড. দিলারা জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছাম্মৎ শাহানারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ এই মহড়া পরিচালনা করেন।
মহড়া শেষে আগুন ও ভূমিকম্পের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ শাহানারা বেগম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এখন সবকিছুই উন্নত হচ্ছে।
এখানে আজকে ফায়ার সার্ভিসের যে কর্মমুখী শিক্ষা, আগুন নির্বাপনের শিক্ষা সেটা সরাসরি দেখানো হলো। এর মাধ্যমে হয়তো পূর্বের তুলনায় শিক্ষার্থীদের মাঝে সআেতনা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করব যারা এখানে উপস্থিত ছিল, তারা অনুপস্থিত থাকা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলকে বিষয়ে অবগত করবেন।
মহড়ায় আগুন নেভানোর বিভিন্ন কৌশল, ভূমিকম্পে আহতদের দ্রুত হাসপাতালে নেয়া , ভবনে আগুন লাগা ব্যক্তিদের দ্রুত উদ্ধার করাসহ নানা কৌশল শেখায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এতে শিক্ষার্থীরা আগুন নেভানোর বিভিন্ন কৌশলে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এমএমএ/