ববিতে ২ দিনব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা শুরু
‘হব উদ্যোক্তা গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বুধবার (১৫ মার্চ) ও বৃহস্পতিবার (১৬ মার্চ) এই ২ দিনব্যাপী ববি প্রাঙ্গণে এ মেলা চলবে।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এ মেলার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন লিপিসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারের মেলায় স্থান পেয়েছে বিভিন্ন ক্যাটাগরির ৪১টি স্টল। এসব স্টলে থাকছে খাবার, পোশাক এবং প্রসাধনীসহ তরুণ উদ্যোক্তাদের তৈরি রকমারি পণ্যসামগ্রী। মেলা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
এ বিষয়ে বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা এবং ম্যানেজমেন্ট ডে-২০২৩ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের এই উদ্যোগকে জনসাধারণের কাছে পৌঁছানোই এ মেলার মূল উদ্দেশ্য। আশা করি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজন পূর্ণতা পাবে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন লিপি বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সব সময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জীবনে সফল হতে হলে তরুণদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যস্তব জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা অতীব জরুরি। শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার মনোভাবকে জাগ্রত করার লক্ষ্যে গৃহীত এই আয়োজন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মেলার প্রথম দিন নাটক ও বিতর্ক প্রতিযোগিতা এবং মেলার দ্বিতীয় দিন দুটি ব্যান্ড এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকাল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসজি