ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১০
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) আশুলিয়ার চারাবাগ-কুমকুমারী এলাকায় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় লেগুনাসহ শতাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়া-চারাবাগ-বিরুলিয়া সড়কের চারাবাগ স্ট্যান্ডে একটি লেগুনার সঙ্গে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। সে ঘটনায় বাগবিতণ্ডার জেরে স্থানীয়রা সেই মোটরসাইকেলের আরোহী দুই শিক্ষার্থীকে মারধর করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বেশ কিছু শিক্ষার্থী এক জোট হয়ে চারাবাগ স্ট্যান্ডে এসে লেগুনা ভাঙচুর করেন। তখন লেগুনা শ্রমিক ও স্থানীয়রা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ক্যাম্পাসে ফিরে যান। পরে রাতে আবারও প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে ও দোকানপাটে ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, আমাদের দুই শিক্ষার্থীকে লেগুনা চাপা দেওয়ার চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আহমেদ নয়ন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণকে সরিয়ে নেই। কিন্তু শিক্ষার্থীরা রাত ৯টার দিকে পুনরায় রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীরা ড্যাফোডিল ক্যাম্পাস থেকে বেরিয়ে ভাঙচুর চালাতে চালাতে চারাবাগ স্ট্যান্ডের দিকে আগাতে থাকে। এ হামলা চালানোর সময় পুলিশের মুখোমুখি হলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। তখন পুলিশের ৪ সদস্য আহত হয়। পরে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। ড্যাফোডিলের সঙ্গে পার্শ্ববর্তী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল।
এসজি