শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শাবিপ্রবির গবেষণা বাজেট শূন্য থেকে বেড়ে ৮ কোটিতে

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে পদোন্নতি পর্যন্ত সব ক্ষেত্রে গবেষণা প্রয়োজন। কিছু পদে পদোন্নতির জন্য জার্নালে প্রকাশিত প্রবন্ধের দরকার হয়। দেশের উন্নয়নে গুণগত গবেষণার কোনো বিকল্প নেই। বাজেটের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গবেষণা খাতে বরাদ্দ বাড়াচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

তবে সবচেয়ে বেশি বেড়েছে বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সময়ে। শুধু গবেষণা খাতেই নয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও এসেছে দৃষ্টিনন্দন পরিবর্তন।

বর্তমানে ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির মোট বাজেটের পরিমাণ ১৬০ কোটি ২৭ লাখ টাকা। এতে গবেষণায় ৮ কোটি টাকা অর্থাৎ মোট বাজেটের প্রায় ৫ শতাংশ (৪.৯৩) বরাদ্দ দেওয়া হয়েছে। এটিই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা খাতে মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এই খাতে বাজেট বরাদ্দ দিয়েছে মোট বাজেটের মাত্র ১ দশমিক ৬৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের গত ১২ বছরের বরাদ্দকৃত বাজেটের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে গবেষণা খাতে বাজেট ছিল মাত্র ২৫ হাজার টাকা। এরপরের বছর ২০১২-১৩ তে ৩ লাখ টাকা। তারপরের দুই বছরের গবেষণা খাতে বাজেট ছিল শূন্যের ঘরে। এরপর ২০১৫-১৬ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ১০ লাখ ও ২০১৬-১৭ তে ৫২ লাখ। তারপরের বছর ২০১৭-১৮ তে গবেষণা খাতে বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭০ লাখ, ২০১৮-১৯ এ ২ কোটি ৯০ লাখ, ২০১৯-২০ এ ৪ কোটি, ২০২০-২১ এ ৪ কোটি ৬০ লাখ, ২০২১-২২ এ ৬ কোটি এবং সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে গবেষণাখাতে বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮ কোটি টাকায়।

এদিকে গবেষণায় চুরি ঠেকানো ও মান বজায় রাখতে ২০২১ সালের ৬ অক্টোবর শিক্ষকদের জন্য টার্ন-ইট-ইন (প্ল্যাগারিজম চেক) পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১০ হাজার ৪৪৪ কোটি টাকা। এতে উচ্চশিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য আসন্ন অর্থবছরে মূল বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট বৃদ্ধির ব্যাপারটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো.সাইফুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা একটি প্রকল্পে সর্বোচ্চ ৮০ শতাংশ বাজেট দিয়ে থাকি। সম্প্রতি ভালো মানের গবেষণার জন্য কোনো প্রকল্পে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত বাজেট দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয় গবেষণায় যে পরিমাণ বাজেট বরাদ্দ দিচ্ছে তাতে সকল শিক্ষক গবেষণামুখী হবে বলে আমার বিশ্বাস।

গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেখছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। শিক্ষকদের গবেষণা মৌলিক এবং বিশ্বমানের করতে প্রতিবছর গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করা হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে মোট বাজেটের ৫ শতাংশ গবেষণার জন্য বরাদ্দ করা হয়েছে। গবেষণার মান নিশ্চিত করার জন্য এখানে টার্ন-ইট-ইন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে অনলাইন জার্নাল ও বইয়ের জন্য বরাদ্দ ১৫ লাখ টাকা থেকে ৬০ লাখ টাকা করা হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষার্থীরা যাতে সহজে লাইব্রেরি ব্যবহার করতে পারে সেজন্যে রিমোট অ্যাক্সেস লাইসেন্স নেওয়া হয়েছে। গবেষণা কর্মকে উৎসাহ প্রদানের জন্য অনেক ধরনের প্রণোদনা চালু করা হয়েছে। অচিরেই এ লক্ষ্যে আরও নতুন নতুন প্রণোদনা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই পিএইচডি ডিগ্রিধারীদের জন্য বন্ধ হওয়া ইনক্রিমেন্টগুলো পুনঃ প্রবর্তন করা হবে। সবকিছু মিলে একটি চমৎকার গবেষণার পরিবেশ নিশ্চিত করার জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসজি

Header Ad

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কথা বলেছেন সেই প্রসঙ্গেও।

আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Header Ad

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার