রাবি উপাচার্যসহ প্রশাসনের ৩ কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জের ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে আহত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপাচার্যকে ঘিরে রেখে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার আহ্বান জানানো হয়।
এ সময় হ্যান্ডমাইকে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রক্টর থাকা সত্ত্বেও পুলিশ আমাদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। আমার ভাইদের জখম করেছে। আমার ভাইয়েরা মেডিকেলের বেডে শুয়ে কাতরাচ্ছে। আমাদের দাবি ছিল, উপাচার্য বিনোদপুরে (ঘটনাস্থল) গিয়ে আমাদের দাবি-দাওয়া মেনে নেবেন। কিন্তু ভিসি কোনো মতেই সেখানে যেতে রাজি না। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা তাদের পদত্যাগ চাই।
এর আগে উপাচার্য সম্মুখ আলোচনার জন্য শিক্ষার্থীদের সাবাশ বাংলাদেশ মাঠে আসার আহ্বান জানান। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদপুরে গিয়ে সবার সঙ্গে আলোচনায় বসতে বলেন। এতে উপাচার্য সম্মত না হলে তাকে ভেতরে রেখে চারদিক থেকে ঘিরে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।
এসআইএইচ