‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে রাবি শিক্ষার্থীদের উস্কে দেওয়ার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তোলে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ।
তারা জানায়, ওই ঘটনায় ফিজিক্স ১৬-১৭ সেশনের শিক্ষার্থী রাকিবুজ্জামান আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে সাড়ে ১১ টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থীতিশীল বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এটিকে ঘিরে বারবার আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে গুজব ছড়িয়ে উষ্কে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রামেক হাসপাতালের প্রধান নার্সিং কর্মকতা সুফিয়া খতুন বলেন, মৃত্যুর খবরটি সঠিক না। এখন ওই রোগী সুস্থ আছে। কিছুক্ষণ আগেই সিটিস্ক্যান করা হলো।
রামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই মুকুল জানান, কিছুক্ষণ আগেই দেখা করে এসেছি। ওই রোগী সুস্থ আছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। হলে হলে গিয়ে মাইকিং করে শিক্ষার্থীদের জড়ো করা হচ্ছে। অন্যদিকে এর মাঝে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় চ্যানেল-২৪ এর রিপোর্টারসহ সহকারী এক ক্যামেরাপার্সন আহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ঘটনায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ব্যাপক ক্ষতি হয়। এই সংঘর্ঘের সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের পর আহত হয়ে মোট ৮৬ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসআইএইচ