রাবির প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর এবার প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে বিক্ষোভে যোগ দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা ও গতকালের ঘটনায় প্রশাসনের কাউকেই পাশে পাননি দাবি করে প্রক্টরের পদত্যাগের দাবি তুলেন শিক্ষার্থীরা।
এ ছাড়াও প্রশাসন ভবনের পর উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুমকি দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, এ সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের পর রাত ১টা পর্যন্ত আহত হয়ে মোট ৮৬ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থীতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর আহত অন্যরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পুলিশ গুলি চালিয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীকেই রাবার বুলেটের আঘাতে আহত হতে দেখা গেছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম। তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক। তবে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে। অনাকাঙ্খিত কোনো ঘটনা কাম্য নয়। তারা সজাগ রয়েছেন। আর এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে উপাচার্যের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর ছিল। তারা এখনও মাঠেই আছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য সব শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিজিবি-১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। তিনি বলেন, ঘটনাস্থলে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এসআইএইচ