সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ঢাবির হলগুলোতে প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বরাদ্দের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকে সিট বন্টন নিশ্চিত, ডাকসু নির্বাচন, শিক্ষা ব্যয় হ্রাসসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৯ মার্চ) উপাচার্যের কার্যালয়ে এসে ১০ দফা সম্বলিত স্মারক লিপি প্রদান করে সংগঠনটির নেতা-কর্মীরা। এর আগে গত ফেব্রুয়ারি মাসব্যাপী ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে তারা এবং শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত সেই স্মারকলিপিও উপাচার্যকে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানের পূর্বে দফাগুলো বাস্তবায়নের জন্য মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত সাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা যেই দাবিগুলো তুলেছি সেগুলো মূলত শিক্ষার্থীদেরই মৌলিক অধিকারের দাবি। কিন্তু প্রশাসন পরিস্থিতি এমন করে রেখেছে যে অধিকারহীনতাই স্বাভাবিক হয়ে গেছে। আমরা এই স্বাভাবিকতা ভাঙতে চাই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞান তৈরি ও চর্চার জন্যে উপযুক্ত মানবিক পরিবেশ নেই। হলে শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকে। উচ্চদাম দিয়ে নিম্নমানের খাবার খায়। আদব কায়দা শেখানোর নামে ১ম বর্ষের শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। ক্লাসরুম সংকটের কারণে ক্লাসেও শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে, পড়ানোর পরিবেশ নেই। ভালো সাউন্ড সিস্টেম নেই। শিক্ষকরা গতানুগতিক সিলেবাসে ও উপায়ে পাঠদান করে। লাইব্রেরিগুলো ছোট পরিসরের হওয়ায় ও ৭ দিন ২৪ ঘন্টা খোলা না থাকার কারণে শিক্ষার্থীরা নিজ সুবিধামত পড়তে পারে না। শিক্ষা ব্যয় বাড়ছে প্রতিনিয়ত, নামে-বেনামে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্বার্থের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ডাকসুর কোনো নির্বাচন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নেই বললেই চলে। এগুলোসহ বিশ্ববিদ্যালয় আজ নানা সংকটে জর্জরিত।

তারা আরও বলেন, অতীতে আমরা দেখেছি আন্দোলন না করলে প্রশাসন মৌলিক অধিকারগুলোও বাস্তবায়ন করে না। তাই আন্দোলন ছাড়া বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সংকটসমূহ তীব্রতর হচ্ছে। এরূপ বৃহত্তর সংকটকাল দূর করতে পারবে শুধুমাত্র শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সংগ্রামশীল আন্দোলন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-১ম বর্ষ থেকে বৈধ সিট প্রদান, ডাকসু নির্বাচন, বেতন-ফি কমানো, ক্লাসরুম সংকট নিরসন, আসন কমানোর সিদ্ধান্ত বাতিল, ১০ টা পর্যন্ত বাসের ট্রিপ চালু, লাইব্রেরির পরিসর বাড়িয়ে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখা, মেডিকেল সেন্টারের আধুনিকিকরণ, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর ও স্বাস্থ্যবীমার নামে হয়রানি বন্ধ।

এমএমএ/

 

Header Ad
Header Ad

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

ছবি: সংগৃহীত

বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই।

তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ভূমিহীন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীরা মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে মিছিল সহ পদযাত্রা করে মিঠাপুকুর থানায় পৌঁছান এবং সেখান থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের পাশাপাশি মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবি জানান।

মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার না হয়, তবে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!