র্যাগিং প্রতিরোধে সতর্ক অবস্থানে ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের হয়রানি বন্ধে সতর্ক অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবীন শিক্ষার্থীদের র্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি বন্ধের লক্ষ্যে সোমবার (৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হল এবং মূল ফটকে সতর্কতামূলক ব্যানার টানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে ইতোমধ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের নবীন শিক্ষার্থীরা এ সম্পর্কিত যেকোনো সমস্যায় পড়লে খুব সহজে তারা যাতে যোগাযোগ করতে পারে সেজন্য প্রক্টর, ৬টি অনুষদের সহকারী প্রক্টর, ৪টি হলের প্রভোস্ট, ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং ডেপুটি রেজিস্ট্রারের ফোন নম্বর সম্বলিত ব্যানার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টানানো হয়েছে।
কেউ র্যাগিং বা হয়রানির শিকার হলে ব্যানারে প্রক্টরিয়াল বডির হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
এসজি
