ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ে একটি নতুন চার তলার ভবন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ভবনটি নির্মিাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
৬ মার্চ (সোমবার) রাজনগর উপজেলার বালিসহশ্র হাজি ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আখন্দ সরওয়ার রহিম পাপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনূস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি প্রকৌশলী মো. শামীম।
সহকারী শিক্ষক জাহাঙ্গীর জয়েস ও নাজমুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরজান আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সোয়ানছি যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে মাহিয়া ইয়াছমিন সাঞ্জি। অনুষ্টানের শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করে হানিফা আক্তার নাহিদা এবং গীতা থেকে পাঠ করে কৌশি দাশ।
সংসদ সদস্য নেছার আহমদ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার যুগোপযোগী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে কাজ করছে।
এনএইচবি/এমএমএ/