সায়েন্সল্যাবে বিস্ফোরণ: আহত ঢাবি শিক্ষার্থী
রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম নূর-নবী, তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে বর্তমানে তিনি মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নূর নবীর সহপাঠী মোশাররফ হোসেন বলেন, সায়েন্সল্যাবের একটা বিল্ডিংয়ের তিনতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় নূর নবী ওই বিল্ডিংয়ের নিচে ছিল। বিস্ফোরণ হয়ে ওপর থেকে ভারি জিনিস তার ওপরে পড়ে।
গুরুতর আহত নূর-নবী রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তালুকদার মোহাম্মদ ফোরকান উদ্দিন। তিনি বলেন, নূর নবী মাথায় আঘাত পেয়েছে এবং ডান পা ভেঙে গেছে। এখন সিটি স্কান চলছে। বর্তমানে সে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ওয়ার্ডের ৯৮ নং কেবিনে আছে।
বিস্ফোরণের এ ঘটনায় ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ছাড়া অর্ধশত আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাবের ওই ভবনে বিকট শব্দে ঘটা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা। তবে শর্ট সার্কিট, এসি কিংবা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। পরিদর্শনকালে তিনি বলেন, ভবনের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, অবস্থা ভালো নয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস, গ্যাস সিলিন্ডার বা এসি বিস্ফোরণের কারণে এটি হতে পারে। তবে তদন্ত শেষ হলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরএ/