কাপা’র উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঐতিহ্যবাহি প্রাচীন কলারোয়া জি কেএমকে পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশনের (কাপা) শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর কালশী ক্যাফে অ্যান্ড বোর্ড ক্লাবে অনুষ্ঠিত এই ফ্যামিলি ডেতে দিনভর আড্ডা, মহিলাদের পিলো পাস, বাচ্চাদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, র্যাফল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিনত হয়।
নানা আয়োজনে জামজমকপূর্ণ এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্কুলের তিনজন প্রাক্তন শিক্ষক ও ‘কাপা’র পাঁচজন উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবুর সমন্বয়ে সংবর্ধনা পর্ব পরিচালনা করেন আরিফুজ্জামান মামুন। সংবর্ধনা প্রাপ্ত তিনজন শিক্ষক হলেন- মো. আবুল হোসেন, শওকত আলী ও এসএম গোলাম রাব্বানী। সংবর্ধনা দেওয়া হয় স্কুলের প্রাক্তন পাঁচজন ছাত্র ও কাপা’র উপদেষ্টা-দুদক কর্মকর্তা খান মিজানুল ইসলাম সেলিম, ব্রাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করীম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসেন ও ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম।
অনুষ্ঠনে কাপা’র সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী বলেন, একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে। এ বছর আমরা আমাদের পাঁচ শিক্ষাগুরু ও পাঁচজন উপদেষ্টাকে সংবর্ধনা দিতে পেরেছি। যেটা আমাদের জন্য গর্বের ও সৌভাগ্যের।
আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবু বলেন, আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।
এনএইচবি/এমএমএ/