গবেষণা অনুদান পেলেন শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী
শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি কিছুতেই পিছিয়ে নেই নারীরা। তারই ধারাবাহিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইজন পেয়েছেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুদান।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস ও বায়োটেকনলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী খাইরুম হক অৰ্থী এ অনুদান গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এ অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে তুলে দেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান গবেষণায় বিশেষ মনোযোগ দিতে তার আহ্বান পুনর্ব্যক্ত করে নতুন বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা চাই আমাদের গবেষণা সব সময়ই চলবে। কিন্তু একটা দুঃখের কথা না বলে পারি না, সেটা হলো আমাদের কৃষি, বিজ্ঞান গবেষণা চলছে। কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে গবেষণা খুবই সীমিত। তাই চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বিশেষ মনোযোগ দিন।
পরিবর্তিত বিশ্বে প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং নতুন থিওরি ৪র্থ শিল্প বিপ্লব এসে গেছে। এর ফলে আমাদের লোকবল হয়তো কম লাগবে। কিন্তু প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সেজন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার।
শেখ হাসিনা আরও বলেন, সরকারের দক্ষ বিজ্ঞানী দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই তারা গবেষণার উপর গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এসজি