ঢাবির ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগ পরিদর্শনে ফরাসি রাষ্ট্রদূত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যাঘি মাসদুপুই।
বৃহস্পতিবার (২ মার্চ) ম্যাঘি মাসদুপুই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পরিদর্শনে এলে সেখানকার ফরাসি ভাষা শিক্ষা-কার্যক্রম, ফ্রান্স-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নসহ ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেশে ফরাসি ভাষা শিক্ষা প্রসারসহ বাংলাদেশ-ফ্রান্সের পারস্পারিক আন্তঃসম্পর্ক উন্নয়নে ৯ দফা বিশিষ্ট স্মারক লিপি প্রদান করা হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাসি রাষ্ট্রদূত ম্যাঘি মাসদুপুই।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ফরাসি দূতাবাসের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ক উপ-প্রধান গিয়ম অড্রেন ডি কেরড্রেল, কালচারাল অ্যাটাচে ইয়োহান গিগারেল, আঁলিয়স ফ্রসেজ ঢাকার পরিচালক ফ্রঁসোয়া গ্রোসজিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, অধ্যাপক আবসার কামাল, সহকারী অধ্যাপক শাহ্জাদী এমা, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ম্যাঘি মাসদুপুই বলেন, আমরা জানতে পেরেছি এখানে অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ফরাসি পড়ছেন। যারা অনিচ্ছায় ফরাসি পড়ছেন তারা ভুল করেননি। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে ফরাসি ব্যবসা-বাণিজ্য আরও বেশি উন্নত করা। তাই ফরাসি বিভিন্ন প্রতিষ্ঠানে ফরাসি জানা লোক আমাদের দরকার। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
এদিকে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, আমরা তাদেরকে প্রাথমিকভাবে কিছু প্রস্তাব জানিয়েছে। তারা বেশ কিছু প্রস্তাবে রাজিও হয়েছে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলাফলধারীদের ‘অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন। আমরা আশা রাখছি ফরাসি দূতাবাসের সঙ্গে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগে যে কোলাবরেশন রয়েছে সেটি আরও উন্নত হবে।
ফরাসি রাষ্ট্রদূতের আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিদর্শন কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত আমিনুল ইসলাম বলেন, এমন মানুষ ইনস্টিটিউটে আসায় আমরা বরাবরই আশাবাদী। কারণ তিনি আসায় বাংলাদেশের ফরাসি ভাষা অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনেক দ্বার উন্মোচিত হবে। এতে করে শিক্ষার্থীদের মাঝে ফরাসি ভাষা শেখার প্রতি আগ্রহ অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে মনে করি।
সদ্য স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী কৌশিক সাহা বলেন, বিষয়টি বেশ ইতিবাচক ও গর্বের যে, তিনি আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যকার যে সংস্কৃতিক-রাজনৈতিক মেলবন্ধন সেটি আরও দৃঢ় হবে। সেই সঙ্গে তার কাছে আমরা যে প্রস্তাব রেখেছি, আশা করি শিগগিরই তিনি সেগুলো বাস্তবায়ন করবেন এবং যেগুলো তার আওতার বাইরে রয়েছে সেগুলো বাস্তবায়নেও চেষ্টা করবেন।
বিদায়কালে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যাঘি মাসদুপুই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাগানে একটি শিউলি ফুল গাছের চারা রোপণ করেন। পরে বাংলাদেশে নিযুক্ত কালচারাল অ্যাটাচে ইয়োহান গিগারেল ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ফরাসি ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসজি