ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কুইজ ফেস্ট অনুষ্ঠিত

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কুইজ সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল আন্তঃহল, আন্তঃবিভাগ ও একক কুইজ প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কুইজ ফেস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি হচ্ছে নতুন নেতৃত্ব তৈরি করার একটি অন্যতম প্লাটফর্ম। সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, তথ্যপ্রযুক্তি ও বিশ্ব সম্পর্কে বিষয়ভিত্তিক বিস্তারিত জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী কর্ম সম্পাদন করতে পারলেই সেই জ্ঞান টেকসই হবে। টেকসই জ্ঞান অর্জন ও বিতরণের ক্ষেত্রে শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম টেকসই নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্ন্তভুক্তিমূলক, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য তিনি শিক্ষার্থীদের কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও ড. মো. রায়হান সরকার বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমানসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
এমএমএ/
