সিকৃবিতে অনুষ্ঠিত জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগীতা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজনে ছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। ২১ ফেব্রুয়ারি সকালে চতুর্থ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগীতা ২০২৩ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভুঞা। প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের নতুন ভবনের নিচতলায় ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় শিক্ষক-শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত করে দেওয়া হয় যা সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে। এ সময় আগত দর্শনার্থীরা প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্র গুলোর ভূয়সী প্রশংসা করেন। প্রদর্শনীতে সারাদেশ থেকে ৩০০০ এর বেশি ছবি জমা পড়ে, সেখান থেকে প্রাথমিকভাবে রেজিষ্ট্রেশন এর উদ্দেশ্যে ১০৮ টি ছবি সিলেক্ট করা হয়।
এরপর বিজ্ঞ বিচারকের সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে ৮৭ ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এতে বিচারক হিসেবে ছিলেন খ্যাতনামা আলোকচিত্র শিল্পী আবির আবদুল্লাহ ও সাইফুল হক অমি। প্রতিযোগীতায় ১ম পুরষ্কার অর্জন করেন জুবায়ের জতি, ২য় নাজমুল আকিব এবং ৩য় ইফতেখারুল ইসলাম মুন্না।
মোবাইল ক্যাটাগরিতে সেরা মোবাইল আলোকচিত্রের পুরষ্কার জিতেন মোঃ আজহারুল ইসলাম। পাশাপাশি ফকরুল ইসলাম মেমোরিয়াল পুরষ্কার জিতেন সমিরন চক্রবর্তী। সেই সঙ্গে সম্মাননা পুরষ্কার পান আমিনুল ইসলাম, আবির রায়হান, মোঃ শামীম শাহনেওয়াজ, এমএইচ হৃদয়, মোঃ ইব্রাহীম শেখ, আমিরুল রিফাত ও আজিজুল হাকিম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটিরসভাপতি কিবরিয়া রব্বানি বলেন, ভাষার মাসের ছবির ভাষায় না বলা কথা গুলো ফুটিয়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগীতা ২০২৩ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ফটোগ্রাফিক সোসাইটির সকল সদস্যের পরিশ্রমে এটা সম্পন্ন হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আলো ও আলোর কারসাজি কাজে লাগিয়ে সৃষ্টি হয় ফটোগ্রাফি নামক শিল্পের। ফটো শিল্পীরা তার দৃষ্টি থেকে খুঁজে নেয় ক্ষুদ্র কিছু ফ্রেম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি সেই ফ্রেম গুলোকে ছড়িয়ে দেওয়ার একটি প্লাটফর্ম। সেই প্লাটফর্মের আজকের আয়োজনে যারা বিজয়ী হয়েছেন সবার জন্য শুভকামনা থাকবে।
এএজেড