জবির নতুন ক্যাম্পাসে হচ্ছে লেক
কেরানীগঞ্জের তেঘরিয়ায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসে পুরোদমেই শুরু হয়েছে লেক নির্মাণের কাজ। মে মাসের মধ্যেই লেক নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, লেকের কাজ চলমান। অফিশিয়ালি দুই মাসের মধ্যে কাজ শেষ হবে। আশা করি মে মাসের মধ্যে লেকের কাজ শেষ হয়ে যাবে। লেকের কাজ শেষ হলে কয়েকটি কাজ আছে। তার মধ্যে পর্যায়ক্রমে পরিকল্পনা প্রকৌশল, পুকুর খনন, ঘাট নির্মাণ, মাটি ভরাট, বৈদ্যুতিক সাবস্টেশন।
নতুন ক্যাম্পাসের কাজ সম্পূর্ণ কাজ কবে শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখন পর্যন্ত ২৪ জুন, ২০২৪ এর মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হবে কি না বলতে পারছি না। তবে অধিকাংশ কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী। যখন বাউন্ডারি হয়ে লেক নির্মাণসহ মাটি ভরাট হয়ে যাবে তখন কাজটা দৃশ্যমান হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, লেকের কাজটি চলমান আছে। কন্ট্রাক্টর তো বলল দুই মাস সময় লাগবে, দেখা যাক কতদিন সময় লাগে। লেকের পরে অনেকগুলো কাজই আছে যেটা আগে করলে ভালো হয় সেটাই ধরা হবে। আমরা আশাবাদী নির্ধারিত সময় অর্থাৎ ২০২৪ সালের জুন মাসের মধ্যে নতুন ক্যাম্পাসের কাজ শেষ হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের লেক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও কাজ পায় 'ইউআইএডিএলজেভি'।
এসএন