একুশের প্রথম প্রহরে চবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একুশের প্রথম প্রহরে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিজয় গ্রুপের দুটি অংশ। অংশ দুটি দেলোয়ার ও আল আমিনের অনুসারী। সংঘর্ষে অন্তত১৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষে জড়ায় বিজয় গ্রুপের দুটি অংশ। এসময় ইটপাটকেল নিক্ষেপ করতে ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় নেতা-কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ এফ রহমান হলের আল আমিনের অনুসারীরা একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলনে যাওয়ার সময় সোহরাওয়ার্দী হলের সামনে দেলোয়ারের অনুসারীদের সঙ্গে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র ও রামদা, লোহার পাইপ দিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে অন্তত ১৩ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মেডিকেল সূত্রে জানা যায়, আহত ১৩ শিক্ষার্থী হলেন- মার্কের্টিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন, অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এস এম ফয়সাল, একই শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের অনিক দাস, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনছুর হোসেন, একই শিক্ষাবর্ষের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উদ্ভিদবিদ্যা বিভাগের রাসেল হোসেন, একই শিক্ষাবর্ষের ও বিভাগের সুশান্ত বসাক, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সেলিম, অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হুমায়ুন রশিদ, ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জোবায়ের হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জনি মাহবুব। এর মধ্যে উদ্ভিদবিদ্যা বিভাগের সুশান্ত বসাককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিজয় গ্রুপের দুটি অংশের আল আমিন ও দেলোয়ারকে মুঠোফোনে কল দিয়েও সাড়া মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড.শহীদুল ইসলাম বলেন, রাতে ছাত্রলীগের বিজয় গ্রুপের দুটি অংশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে আমরা প্রক্টরিয়াল বডি ও পুলিশসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে হলে পাঠিয়ে দেই।
এসএন